গোপালগঞ্জ প্রতিনিধি : প্রতিবারের মতো এবারও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা মাঠে দু’দিন ধরে অনুষ্ঠিত হল নববর্ষের ঘোড়দৌড় প্রতিযোগিতা। উৎসব আমেজে ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে সেখানে জড়ো হয় গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার লক্ষাধিক মানুষ।

বুধবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নববর্ষ উপলক্ষে সেখানকার সকল আয়োজন। এর আগে মঙ্গলবার লাটেঙ্গা গ্রামবাসী আয়োজিত দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। মাঠের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন আকৃতির ঘুড়ি উড়ানো। বসে গ্রামীণ মেলা; যেখানে শোভা পায় মিষ্টি-মুড়িসহ বাঁশ, বেত, মৃৎ ও কারু শিল্পের হরেক রকমের দোকান।

গোপালগঞ্জ, নড়াইল, মাদারীপুর ,বাগেরহাট, যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলা থেকে আগত মোট ২০টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়। মাঠে বৃত্তাকারে ৭ রাউন্ডের রেসে ঘোড়াগুলো অন্তঃত ১১ কিলোমিটার পথ অতিক্রম করে। বুধবার সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে রঙ্গিণ ও সাদা-কাল টেলিভিশন এবং প্রত্যেক প্রতিযোগিকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

(এমএইচএম/এএস/এপ্রিল ২৩, ২০১৫)