নড়াইল প্রতিনিধি : আগামী ২৫ এপ্রিল নড়াইল জেলায় ৬-৫৯ মাস বয়সী ৯২ হাজার ৫২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার তিনটি উপজেলার ৩৮টি ইউনিয়নের ১ হাজার ৩৮টি কেন্দ্রে ৩ হাজার ১১৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

নড়াইলের সিভিল সার্জন ডাঃ সুব্রত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম জাফরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সঞ্জিত কুমার সাহা, ইউনিসেফের খুলনার পুষ্টি কর্মকর্তা ডাঃ শারমিন শফি, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী প্রমুখ।

সভায় আরো জানানো হয়, ৬-১১ মাস বয়সী ১০ হাজার ৬৬৪ জন শিশুকে ১লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮১ হাজার ৮৫৭ জন শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এই ক্যাম্পেইনে শিশুদের অভিভাবকদের স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়।

(টিএআর/এএস/এপ্রিল ২৩, ২০১৫)