কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি:কাপাসিয়ায় গত বুধবার মধ্যরাতে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে ১টি কলেজের শ্রেণী কক্ষ, ১০/১২ টি ঘর বাড়ি ও ফসলের জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

কালবৈশাখী ঝড়ে ঘাগুটিয়া রেজাউল হক বিএম কলেজের একটি আধাপাকা ভবন সম্পূর্ন বিধ্বস্ত হয়েছে। বিএম কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ জানান, ঝড়ে তান্ডবে কলেজের ৬০ ফুট দীর্ঘ হলরুম ও ক্লাস রুম ভবনটি সম্পূর্ন বিধ্বস্ত হয়ে পড়েছে এবং টিনের চালা উড়ে গিয়ে গাছের উপড়ে আটকে আছে। ঝড়ে বৃহৎ আকারে একটি গাছ কলেজের আধাপাকা টিনশেড ঘরের ওপর উপড়ে পড়লে কলেজ ভবনটি সম্পূর্ন বিধ্বস্ত হয়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এতে কলেজের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। অবিলম্বে ক্লাস রুম মেরামাত করা না হলে শিক্ষাকার্যক্রম ব্যাহত হবে। এ সময় ঝড়ে কলেজের পাশের্^ মস্তফা মাঝি, রবিন মাঝি ও আলম মাঝির ঘরের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ঝড়ে উপজেলার বিভিন্ন গ্রামের ধান ও মৌসুমী ফলের ও ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের লোকজন যায়নি।

(এসডি/এসসি/এপ্রিল২৩.২০১৫)