স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, ব্যক্তিগত ইমেজের কারণেই ভোট পাবো। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ভোটে প্রভাব ফেলবে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কারা এ হামলা করেছে জানি না। তবে অবিলম্বে তাদের শাস্তি দাবি করছি।

আনিসুল হক বলেন, আমার দীর্ঘ কর্মময় জীবনে কখনোই আপোষ করিনি আমি। ভবিষ্যতেও করবো না।

সরকার সমর্থিত মেয়রের পক্ষে বেশি কাজ করা সম্ভব হয় উল্লেখ করে তিনি বলেন, আমার পক্ষে সরকারের সমর্থন রয়েছে। আমি ভাল কাজ করতে পারবো।

সেনা মোতায়েনের ব্যাপারে তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। সেনা মোতায়েনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

এ আলোচনা সভায় ‍অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও আওয়ামী লীগ নেতা কর্মীরা।

(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০১৫)