চট্টগ্রাম প্রতিনিধি : গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং লাভা ইন্টারন্যাশনাল এর আয়োজনে. স্কয়ার,জি. ই. সি. মোড়, চট্টগ্রাম এ আজ রিটেইলার মিট-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লাভা মুঠোফোন এর বিক্রয়, বিপণন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গ্রামীণডিস্ট্রিবিউশন এর চীফ্অপারেটিং অফিসার জনাব জহুরুল হক বিপ্লব, লাভার কান্ট্রি ডিরেক্টর জনাব এলেক্সইউ, গ্রামীণডিস্ট্রিবিউশন এর প্রধান বিপণণকর্মকর্তা জনাব সিরাজুল হক, সেলস কো-অর্টিনেটর জনাব সাজ্জাদ হোসাইন,আর এস এম জনাব মশিউর রহমান, লাভার জনাব কামরুল ইসলাম, মার্কেটিং ইন্সপেকশন অফিসারসহ,অন্যান্য ঊর্ধতনকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার এলাকার লাভা’র ডিস্ট্রিবিউটর ও রিটেইলারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(ওএস/এসসি/এপ্রিল ২৪,২০১৫)