নাটোর প্রতিনিধি : মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের সিংড়া উপজেলা সংলগ্ন আত্রাই নদীর গোয়ালঘাট মৎস্য অভয়াশ্রমে রাতের আধারে বিষ দিয়ে প্রায় ২১ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে।  বৃহস্পতিবার গভীর রাতে চিহ্নিত প্রভাবশালী মহল বিষ দিয়ে রাতের আধারে এই মাছ লুট করে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, নলডাঙ্গা উপজেলার করের গ্রাম এলাকায় আত্রাই নদীর গোয়ালঘাট মৎস্য অভয়াশ্রমে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ কর। এলাকাবাসী শুক্রবার সকালে অভয়াশ্রমের পানিতে মাছ ভেসে উঠতে দেখে মাছ শিকারে নেমে পড়ে। এর ফলে অভয়াশ্রমে সংরক্ষিত বোয়াল,পাবদা,ট্যাংরা সহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মা মাছ ধংস হয়। আসছে বর্ষা মৌসুমেই মাছগুলো নদীতে ডিম ছাড়তো বলে স্থানীয় জেলেরা জানায়।

এব্যাপরে জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সর্ম্পকে অবগত নন বলে জানান।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান জানান, বিষয়টি তার জানা নেই। তবে মৎস্য অফিসারের কাছে বিষয়টি জেনে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

(এমআর/এএস/এপ্রিল ২৪, ২০১৫)