স্পোর্টস ডেস্ক, ঢাকা : শ্রীলঙ্কা ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে ব্যাট করছে। শেষ খবর ইনিংসের ৪.১ ওভার শেষে ৪১/১ করেছে লঙ্কানরা।

এর আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। চূড়ান্ত খেলায় উত্তীর্ণ হওয়ার এ লড়াইয়ে নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমালকে ছাড়াই মাঠে নামে শ্রীলঙ্কা। দলের অধিনায়কত্ব করছেন ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।

এছাড়াও আসরে হতাশ করা অলরাউন্ডার থিসারা পেরেরাকেও বাদ দিয়েছে লঙ্কান নির্বাচকরা। তার বদলে টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলছেন স্পিনিং অলরাউন্ডার সেকুজ্জে প্রসন্ন। অন্যদিকে অপরিবর্তিত দলই মাঠে নামাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কা দল: কুশাল পেরেরা, তিলকারত্নে দিলশান, মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা(উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমান্নে, সেকুজ্জে প্রসন্ন, নুয়ান কুলাসেকেরা, সচিত্র সেনানায়েকে, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা(অধিনায়ক)

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন(উইকেটরক্ষক), ড্যারেন স্যামি(অধিনায়ক), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, স্যামুয়েল বাদ্রি, ক্রিসমার সান্তোকি।

(ওএস/পি/এপ্রিল ০৩,২০১৪)