স্পোর্টস ডেস্ক, ঢাকা : ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ হওয়া পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি শুরু হয়। খেলা শুরু হওয়ার ২৫ মিনিট পরেই অর্থাৎ ৬টা ৫৫ মিনিটে তিনি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি।

এদিকে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর টি২০ ক্রিকেটেও পাকিস্তানের বিপক্ষে ভাল খেলার প্রতিশ্রুতি দিয়েছেন মাশরাফি। তাই আজ পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচটি জিততে পারলে মাশরাফির হাতে উঠতে পারে দুটি ট্রফি। ওয়ানডে সিরিজ জয়ের পর ট্রফি দেয়া হয়নি। তাই আজ যদি টাইগাররা টি২০ ম্যাচটি জিততে পারে, তাহলে মাশরাফির হাতে একইসঙ্গে উঠবে ওয়ানডে ও টি২০ সিরিজ জয়ের ট্রফি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা শেষে সিরিজের ট্রফি তুলে দেবেন বিজয়ীদের হাতে।

(ওএস/পি/এপ্রিল ২৪, ২০১৫)