স্পোর্টস ডেস্ক, ঢাকা : ওয়ানডেতে বাংলাওয়াশ হওয়া পাকিদের দেওয়া ১৪২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এ সংবাদ লেখার সময় টাইগারদের স্কোর ৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ৩৮ রান।

এরআগে বাংলাদেশ-পাকিস্তানের একমাত্র টি২০ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৪২ রানের টার্গেট দিয়েছে পাকিরা। শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকি অধিনায়ক শহীদ আফ্রিদি। অপরদিকে টসে হেরে বোলিং ফিল্ডিং এ পুরো সময়জুড়েই চাপে রাখে পাকি ব্যাটসম্যানদের।

ওয়ানডে সিরিজের মতো আজকের ম্যাচও উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে। বিকেল থেকেই যাদের কাছে টিকিট আছে এমন ক্রিকেটপ্রেমী এবং যাদের কাছে টিকিট নেই এমন ক্রিকেটপ্রেমীরাও এখানে এসে সমাগম করছে। এছাড়া খেলা দেখতে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরেজমিন ঘুরে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ আরমান ও শিমুল রহমান জানান, দর্শনার্থীরা জাতীয় পতাকা হাতে এবং লাল-সবুজের টি-শার্ট, ফতুয়া বা পাঞ্জাবি পড়ে স্টেডিয়াম এলাকায় ভিড় করছে। পুরো স্টেডিয়াম এলাকায় এখন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের বাংলাওয়াশ করে টাইগাররা। আজকের ম্যাচেও জয় চায় টাইগারবাহিনী।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।

বাংলাদেশ দল :
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান দল :
শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ, হারিস হোসেল, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, মুক্তার আহমেদ, সারফরাজ আহমেদ, সোহেল তানভির, উমর গুল, ওয়াহাব রিয়াজ ও সাঈদ আজমল।

(ওএস/পি/এপ্রিল ২৪, ২০১৫)