সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে উপজেলার গোপরেখী গ্রামে পল্লীবিদ্যুত সমিতির আওতাধিন নতুন বিদ্যুত লাইনের কাজ করতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ট্রাক্টর চালক খোকন মিয়া (৩০) নিহত হয়েছে। সে জেলার শাহজাদপুর  উপজেলার তালগাছী গ্রামের শাহজাহান আলীর ছেলে।

সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত সমিতির বেলকুচি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামে এভিলন টেকনোলোজী ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন নতুন বিদ্যুত লাইনের খুটি স্থাপনের কাজ করছিলো। অসাবধানতা বশত খুটিটি উত্তোলনের সময় টানানো তারের সঙ্গে স্পর্শ করলে খুটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা তার বিদ্যুতায়ীত হয়ে পড়ে। এসময় খুটির সঙ্গে দাড়িয়ে থাকা ঠিকাদারের ট্রাক্টর চালক খোকন বিদ্যুতায়ীত হয়ে পড়ে। এ ঘটনায় সে ঘটনা স্থলেই মারা যায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। লাশ নিহতের স্বজনরা নিয়ে গেছে।

(এসএস/এসসি/এপ্রিল,২০১৫)