পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সামিউল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঘাগড়া বিওপি সীমান্তের মেইন পিলার ৭৫০ এর ১৩ নম্বর সাব পিলার এলাকায় এ হত্যাকাণ্ড হয়।

নিহত সামিউল একই ইউনিয়নের শ্যামপাড়ার সমিজ উদ্দীনের ছেলে।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিমউদ্দীন জানান, ভোরে ঘাগড়া সীমান্ত দিয়ে সামিউল হকসহ একদল রাখাল গরু আনতে ভারতের বেরুবাড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন মমিনপাড়া সীমান্তে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সামিউল গুলিবিদ্ধ হন। এ অবস্থায় সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে এনে গোপনে চিকিৎসার ব্যবস্থা করার সময় তার মৃত্যু হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
(ওএস/পিবি/ এপ্রিল ২৫, ২০১৫)