নাটোর প্রতিনিধি:নাটোরে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলায় এবার ২ লাখ ৩১ হাজার ৫০৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য জেলায় ১হাজার ৩৭২টি কেন্দ্রে ৪ হাজার ১১৪ জন কর্মি নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার সকালে সদর হাসপাতালে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মশিউর রহমান আনুষ্ঠানিক ভাবে ভিটামিন-এ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান,সিভিল সার্জন ডাঃ ফেরদোস নিলুফার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এমআর/এসসি/এপ্রিল২৫,২০১৫)