ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি:ঈশ্বরদীতে শনিবার দুই দফায় ভূকম্পন হয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায়, দুপুর সোয়া ১২টার দিকে প্রথম দফায় প্রায় দুই মিনিট এবং পৌনে ১ টার দিকে দ্বিতীয় দফায় কয়েক সেকেন্ড সময় ভূমিকম্পন অনুভূত হয়।

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গবেষক ড: রজব আলী জানান, এই ভূকম্পন ৪ মাত্রার রিখটার স্কেলে। ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ২য় বর্ষের অনার্স পরীক্ষার্থীরা ভূকম্পনের সময় আর্ত চিৎকার করে পরীক্ষার হল থেকে বাইরে বেরিয়ে আসে। এসময় ১২ জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে ভূকম্পন থেমে গেলে আবারো পরীক্ষার হলে বসলেও অনেকেই আতংকের কারণে স্বাভাবিক হতে পারেনি বলে জানিয়েছেন পরিদর্শক প্রভাষক ইসমাইল হোসেন।

সুপ্রাচীন রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপিঠের প্রধান শিক্ষক দেবদাস স্যান্নাল জানান, প্রাচীন এই স্কুল দীর্ঘদিন সংস্কার না করায় জ্বরাজীর্ণ । ভূমিকম্পের সময় সময় পুরাতন ভবন ভীষণভাবে কাঁপতে থাকে। এসময় ছাত্র-ছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে অনেকেই কান্নাকাটি ও আর্তচিৎকার করতে থাকে। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যেও অবতারণা হয়। ঈশ্বরদী শহরে ব্যবসায়ীরা প্রাণভয়ে দোকানপাঠ ফেলে রাস্তায় নেমে আসে। এসময় প্রায় আরো ৮ জন মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়।
(এসকেকে/এসসি/এপ্রিল২৫,২০১৫)