স্টাফ রিপোর্টার : ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে গুগল ‘পারসন ফাইন্ডার’নামের একটি বিশেষ সেবা চালু করেছে। গুগলের এই পারসন ফাইন্ডারে আছে দুটি অংশ। একটি হল ‘I'm looking for someone’ এবং অপরটি হল ‘I have information about someone’। মূলত নিখোঁজদের খোঁজ পেলে যে কেউ সেই তথ্য এখানে আপলোড করতে পারবে। আর অন্যরা চাইলে এই ডেটাবেজ থেকে নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করতে পারবে।

কেউ তার নিখোঁজ স্বজনদের খোঁজ পেতে হলে তাকে ‘I'm looking for someone’ অংশের সাহায্য নিতে পারবে। আর কেউ যদি কোনো নিখোঁজ ব্যক্তির ব্যাপারে অন্যদের জানাতে চায় তাহলে তাকে 'I have information about someone' অংশে গিয়ে সেই তথ্য জমা দিতে পারবে। পরবর্তীতে অন্যরা এই তথ্যের ভিত্তিতে নিখোঁজ বা খোঁজ পাওয়া ব্যক্তির অবস্থান কিংবা সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ