ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি রোকনোজ্জামান সরকার রোকন প্রায় ৩ মাস কারা ভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার দুপুরে সে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন।

দলীয় সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে গ্রেফতার হন জেলা ছাত্রদলের সভাপতি রোকনোজ্জামান সরকার রোকন। এরপর থেকে তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
গত কয়েক দিনে বিস্ফোরকসহ ৮টি মামলায় জামিন পান রোকন। বুধবার দুপুরে অপর একটি ভাংচুর মামলায় জামিনের কাগজপত্র ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছে। মোট ৯টি মামলার জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে এসে পৌছানোয় বুধবার দুপুরে রোকন মুক্ত হয়ে জেলগেট থেকে বেরিয়ে আসেন ।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম জানান, সকল প্রকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

(এসআইএস/অ/মে ১৪, ২০১৪)