সিরাজগঞ্জ প্রতিনিধি : দ্বিতীয় দিনে আবারও সিরাজগঞ্জেও ভূকম্পন অনূভত হয়েছে। রবিবার বেলা ১ টা ১২ মিনিটের সময় কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে আতংকিত মানুষ রাস্তায় নেমে আসে।

বৈত্যুতিক ভবনের খুটে ও তার সহ অনেক ভবন দুলতে থাকে। ভূকম্পনে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন খেদন সর্দারের মোড় এলাকায় আলাবক্সের ৪ তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও সামান্য হেলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ৪তলা ভবনের নীচ তলায় মার্কেট দোতলায় অগ্রণী ব্যাংক এবং অন্যন্য তলায় আবাসিক হিসেবে ব্যবহার হচ্ছে। এদিকে শহরের কালিবাড়ীতে অবস্থিত গৌরি আরবান বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্পে আতংকিত হয়ে দ্বিতল ভবন থেকে হুড়োহুরি করে নামতে অন্তত ১০ ছাত্রী আহত হয়েছে।
(এসএস/পিবি/ এপ্রিল ২৬,২০১৫)