নওগাঁ প্রতিনিধি :  ভান্ডারিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালে সেখানকার উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ওই কলেজে দায়িত্বে নিয়োজিত শিক্ষক মমতাজ উদ্দীনকে মধ্যযুগীয় বর্বরোচিত কায়দায় লাঞ্চিত করার প্রতিবাদে রবিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহার সরকারি ডিগ্রী কলেজ শিক্ষক পরিষদ পূর্নদিবস কর্মবিরতি ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।

এ দিন কলেজ ক্যাম্পাস থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের জিরো পয়েন্টে গিয়ে মানববন্ধন রচনা করে। মানববন্ধন কর্মসূচিতে সংশ্লিষ্ট দোষী প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মজিবুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফয়সল আলম, দর্শন বিভাগের প্রভাষক সাজ্জাদ হোসেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক রাজু আহমদ, ভূগোল বিভাগের প্রভাষক আব্দুল মোমেন, প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মতিউর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য গত ৯ এপ্রিল ওই শিক্ষককে লাঞ্ছিত করা হয়।
(বিএম/পিবি/ এপ্রিল ২৬,২০১৫)