নওগাঁ প্রতিনিধি : শনিবার বিকেলে নওগাঁ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে (পিডিবি) সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা অফিসে ঢুকে ভাংচুর, লুটপাট ও কর্মচারীদের বেদম পিটিয়েছে। এতে অন্তত ৫ কর্মচারি আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। সন্তাসীদের মারপিটে গুরুতর আহত মিটার রিডার হারুন অর রশিদ (৫৬)কে ঢাকা এ্যপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আজাহার আলী(৪৯)কে রবিবার বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে শনিবার রাতেই আবসিক প্রকৌশলী (নিবার্হী) শংকর কুমার দেব বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে অফিস চলাকালীন সময় ৮/১০ জন যুবক ফিল্মি স্টাইলে আকস্মিক ভাবে ক্যাম্পাসের ভিতর ধারালো অস্ত্রসহ প্রবেশ করে অফিসে কর্মরত মিটার রিডার হারুন অর রশিদ(৫৮), আজাহার আলী(৪৯), রায়হান আলী(৪৫), লাইন ম্যান শরিফুল ইসলাম মন্ডল (৩৭) ও অফিস সহকারী প্রকাশ চন্দ্র রায় (৪০)কে এলোপাতাড়ি মারপিট ও ধারালো অস্ত্রদিয়ে জখম করে। এছাড়া সন্ত্রাসীরা কম্পিউটার শাখায় কর্মরত নারী ষ্টাফদের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই সঙ্গে তাদের ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং অফিসে ভাংচুরসহ তান্ডব চালায়। এসময় পুলিশকে সংবাদ দিলে আসামিরা দ্রত প্রাচীর টপকে পালিয়ে যায়। রবিবার এ বিষয়ে নওগাঁর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবসিক প্রকৌশলী (নিবার্হী) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে বিদ্যুৎ অফিসের সকল কর্মচারিরা আতঙ্কে রয়েছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ কাজের বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করেন তিনি।
এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ জাকিরুল ইসলাম জানান, আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
(বিএম/পিবি/ এপ্রিল ২৬,২০১৫)