গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার জেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শহরের ১নং ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন ছাত্র ইউনিয়ন এবছর প্রতিষ্ঠাবার্ষিকীর সকল উৎসব বর্জন করে গত ১লা বৈশাখের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে নারীদের উপর যৌন নিপীড়নের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা বলেন, বাঙ্গালীর সার্বজনীন এই উৎসবকে যারা কলংকৃত করতে চায় এদেশে জনগনকে সাথে নিয়ে ছাত্র ইউনিয়ন তাদের রুখে দিবে। বক্তারা অবিলন্বে ১লা বৈশাখে নারীদের উপর নিপীড়নকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

মানববন্ধন চলাকালে কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মিহির ঘোষ, রিক্তু প্রসাদ, ইশরাত জাহান লিপি, মিঠুন কুমার রায়, শরিফুল ইসলাম শরিফ, বিপ্লব মহন্ত, বাধন কর্মকার, আসমানী আকতার আশা, মেহেদী হাসান বাপ্পী প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(আরআই/এএস/এপ্রিল ২৬, ২০১৫)