ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রেশম শ্রমিকদের চাকরী স্থায়ীকরণ, বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই বন্ধ, ন্যায্য ছুটি না দেয়া, সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনে হাজিরা না দেওয়ার প্রতিবাদে ও ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রবিবার বিকেলে ঈশ্বরদী রেশম বীজাগারে বাংলাদেশ রেশম বোর্ড শ্রমিকদের মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত  হয়েছে।

রেশম বীজাগার শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার, বীজাগার শ্রমিক নুরুল ইসলাম, সুবল চন্দ্র সরকার, রফিকুল ইসলাম, বাদশা শেখ প্রমুখ।

বক্তারা বলেন, রেশম শ্রমিকেরা ২৫-৩০ বছর ধরে কাজ করলেও তাদের চাকুরী এখনো স্থায়ীকরণ হয়নি। অবিলম্বে চাকরী স্থায়ীকরণ এবং বকেয়া তিন মাসের বেতনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান।

(এসকেকে/এএস/এপ্রিল ২৬, ২০১৫)