নাটোর প্রতিনিধি : নাটোর শহরের পালপাড়া বড়গাছা এলাকায় রবিবার রাতে অগ্নিদগ্ধ হয়ে নিলীমা কুন্ডু (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

পুলিশ, ফায়ার স্টেশন ও এলাকাবাসী সূত্রে জানাযায়,রবিবার রাতের খাওয়ার শেষে নিলি কুন্ডু তার ঘরে ঘুমিয়ে পড়ে। পরে এলাকাবাসী ঘরে আগুন জ্বলতে দেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ঘরে আটকা পড়ে নিলি কুন্ডু আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে মারা যায়। স্থানীয়রা জানায়,রাতে ঘুমানোর আগে নিলীমা কুন্ডু প্রতিদিনের মত মশা তাড়ানোর জন্য ঘুটায় ( গোবরের তৈরী জ্বালানী) আগুন জ্বালিয়ে চৌকির নিচে রাখে। ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, ওই ঘুটার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছেন।
নাটোর থানার ওসি তদন্ত আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মশার কয়েল বা কেরোসিন বাতির আগুন থেকে আগুন লেগে থাকতে পারে। বৃদ্ধা একাই ওই ঘরে থাকতেন।
(এমআর/পিবি/ এপ্রিল ২৭,২০১৫)