নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় দুইদিন ব্যাপি ডিজিটাল মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। ইন্টারনেট সেবা জনগণ ও শিক্ষার্থীদের দৌড়গোড়ায় পৌছে দিতে উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। সোম ও মঙ্গলবার এই দুই দিন ব্যাপি এই মেলা চলবে।

নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মেলার প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, মেয়র আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা থানার ওসি নাসির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইয়াকুব আলী মন্ডল, কৃষকলীগ সভাপতি শেখ আলমঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সমাজ সেবা কর্মকর্তা উদ্রিস আলী, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহীদ নজমুল হক ডিগ্রি কলেজের প্রভাষক মামুনুর রশীদ তোতা। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন। মেলায় ২৪ টি স্টল স্থান পেয়েছে। এরমধ্যে ১৫টি উচ্চ বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ৫টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস রয়েছে।
(এমআর/পিবি/ এপ্রিল ২৭,২০১৫)