স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) টিভি স্বত্ব বিক্রয় ওপেন বিডেই হচ্ছে। বুধবার এ ব্যাপারে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন। তিনি বলেছেন,‘ বিসিবি কয়েকদিন আগে টিভি স্বত্ব বিক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে। বুধবার ট্যাকনিক্যাল অফার সাবমিটের তারিখ ছিল, বিকাল ৩টা পর্যন্ত আমরা ৪টি কোম্পানির প্রস্তাব পেয়েছি। এখন এই প্রস্তাবগুলো আমাদের যে সংশ্লিষ্ট কমিটি আছে। তাদের কাছে জমা দেওয়া হবে। যারা কোয়ালিফাই হবে তাদের চিঠি দিয়ে ওপেন বিডে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।’

ওপেন বিট কবে হবে? এমন প্রশ্নে তিনি জানিয়েছেন,‘ওপেন বিট আমরা আগামী শুক্রবার ঢাকার রুপসী বাংলা হোটেলে করব। যে কোম্পানিগুলো ট্যাকনিকাল অফারে কোয়ালিফাই করবে তাদের নিয়ে ওপেন বিট অনুষ্ঠিত হবে।’ কারা যোগাযোগ করেছিল টিভি স্বত্ব পেতে এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘দেশী-বিদেশী অনেক কোম্পানিতো যোগাযোগ করেছিল। আমাদের যে বিশেষ কমিটি আছে, তারা হয়তো বাকি তথ্য আপনাদের আগামীকাল (বৃহস্পতিবার) দিতে পারবে।’

কোয়ালিফাই করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন। এমন প্রশ্নে তিনি বলেছেন,‘কোয়ালিফিকেশনের কিছু বেসিক রিকুয়ারমেন্ট আছে। সেগুলো সিডিউলে উল্লেখ করা হয়েছে।কিছু ডকুমেন্ট আমরা চেয়েছি। এগুলো দেখে এক্সপার্টরা সিদ্ধান্ত নেবেন।’

এ ছাড়া আমরা যে প্রক্রিয়ায় টেন্ডারটা করেছি তা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে। ওপেন বিটে যে কম্পানি বেশি ডিমান্ট দেবে তাদেরই দেয়ার ব্যাপারে চিন্তা করা হবে। বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সেক্ষেত্রে ট্যাকনিক্যাল অফার মেনটেইন করার কিছু বিষয় আছে।’

(ওএস/পি/মে ১৪,২০১৪)