সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা মানুষ হত্যা করেছে, যারা বাস পুড়িয়েছে, যারা জ্বালাও পোড়াও করেছে ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ তাদের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিবে।

তিনি সোমবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউজে আগামী ২৫ বৈশাখ ৮ মে বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে শাহজাদপুরের রবীন্দ্র কাচারী বাড়িতে বরীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরের জন্য প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষ্যে কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের সাথে এক প্রস্ততিমূলক সভা শেষে এসব কথা বলেন। তিনি আরও বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, শান্তি এবং দেশকে এগিয়ে নেয়ার প্রশ্নে আবারও তার নেতৃত্বও পক্ষে জনগণ রায় দিবে।

এসময় জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জবাসীকে প্রতিশ্রুতি দিয়েছলেন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়ীত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই আগামী ২৫ বৈশাখ তিনি ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

(এসএস/এএস/এপ্রিল ২৭, ২০১৫)