নাটোর প্রতিনিধি : সোমবার নাটোরের নরডাঙ্গা উপজেলার মরা আত্রাই নদীতে অবৈধভাবে বালি উত্তেলনের সময় ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার জাহান আটক ওই চারজনকে একলাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে দু’বছরের কারাদন্ডাদেশের আদেন দেন।

আটককৃতরা হলো নওগার আত্রাই উপজেলার ডুবাই গ্রামের ফজলুর ছেলে ফারুক হোসেন (৩০), বাকিউলমা গ্রামের মজিদের ছেলে হাবিবুর রহমান (২২),পাবনার ভাঙ্গুরা উপজেলার শাহ নগর গ্রামের মান্নানের ছেলে মইনুল হোসেন (২০) ও একই গ্রামের মঞ্জের আলীর ছেলে টুটুল (২২)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আকতারের নেতৃত্বে পুলিশ উপজেলার খাজুরা গ্রামে অভিযান চালায়। এসময় মরা আত্রাই নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন অবস্থায় ফারুক, হাবিব, টুটুল ও মইনুলকে আটক করে। এসময় নলডাঙ্গা থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল উপস্থিত ছিলেন।

(এমআর/এএস/এপ্রিল ২৭, ২০১৫)