ঝালকাঠি প্রতিনিধি : পদ্মা সেতুর নামকরণ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, জাতীয় নেতা শেরে বাংলার নামে করার দাবি উঠেছে। শেরে বাংলার ৫৩তম মৃত্যাবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান ঝালকাঠির রাজাপুরে গতকাল সোমবার অনুষ্ঠিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

শেরে বাংলা স্মৃতি একাডেমি ও রাজাপুর রিপোর্টার্স ইউনিটি যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সাতুরিয়ায় অবস্থিত শেরেবাংলার জন্মভবনসহ তার স্মৃতিচিহ্ন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রাষ্ট্রীয়ভাবে সাতুরিয়ায় শেরে বাংলার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করারও দাবি করা হয়।

আলোচনা সভায় রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরউজ্জামান প্রধান অতিথি এবং শেরে বাংলা স্মৃতি একাডেমির আজীবন সদস্য সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু প্রধান বক্তা ছিলেন। সভাপতিত্ব করেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বদরুদ্দিন তোতা মৃধা।

(এএম/এএস/এপ্রিল ২৭, ২০১৫)