স্পোর্টস ডেস্ক, ঢাকা : দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। দলগুলো একে একে তাই দল ঘোষণা করছে। স্পেন,উরুগুয়ে,ব্রাজিলের পর এবার যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে ৩০ সদস্যের প্রাথমিক দল, অন্যদিকে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্যামেরুন। দেখে নেয়া যাক কারা আছেন এই দলে।

যুক্তরাষ্ট্রের ৩০ সদস্যের স্কোয়াড :

গোলরক্ষক : ব্র্যাড গুজান, টিম হাওয়ার্ড, নিক রিমান্ডো।
ডিফেন্ডার : ডামার্কাস বিয়েসলি, ম্যাট বেসলার, জন ব্র“কস, জিওফ ক্যামেরন, টিমি চান্ডলার, ব্র্যাড এভান্স, ওমর গঞ্জালেজ, ক্লারেন্স গডসন, ফাবিয়ান জনসন, মাইকেল পার্কহাস্ট, ডিয়ান্ড্রে ইয়েডিন।
মিডফিল্ডার : কাইল বেকারম্যান, আলেজান্ড্রো বেডোয়া, মাইকেল ব্র্যাডলি, জোয়ে কোরোনা, ব্র্যাড ডেভিস, মিক্স ডিসকেরাড, মাউরিস এডু, জুলিয়ান গ্রিন, জার্মেইন জোন্স, গ্রাহাম জুসি।
ফরোয়ার্ড : জোজি অ্যালটিডোর, টেরেন্স বয়েড, ক্রিল্ট ডেম্বসি, ল্যান্ডন ডনোভান, অ্যারন জোহানসন, ক্রিস ওনদোলোস্কি।

ক্যামেরুনের ২৮ সদস্যের দল :

গোলরক্ষক : চার্লেস ইতানজে, অ্যান্ডে অ্যাসেম্বি, স্যামি এনজোক, লোইক ফেউজু।
ডিফেন্ডার : অ্যালান নিয়োম, ড্যানি নাউনকেউ, সেদ্রিক জেউগোয়ি, অরিলিয়েন চেজু, নিকোলাস এনকুলু, আর্মেল কানা-বিয়িক, হেনরি বেদিমো, বেনোইত আসু-একোতো, গায়েতাং বোং।
মিডফিল্ডার : এয়োং এনোহ, জাঁ ম্যাকুন, জোয়েল মাতিপ, স্টেফানে এম্বিয়া, ল্যান্ড্রি এনগুয়েমো, আলেক্স সং, সেদ্রিক লোয়ে, এলগার শ্যালি।
ফরোয়ার্ড : স্যামুয়েল এতো, এরিক চওপো মোটিং, বেঞ্জামিন মৌকাঞ্জো, ভিনসেন্ট আবুবকর, আখিল উয়েবো, মোহামাদু ইদ্রিসু, ফ্যাব্রিক ওলেঙ্গা।

(ওএস/পি/মে ১৪,২০১৪)