স্পোর্টস ডেস্ক : খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। পাকিস্তানের বিপক্ষে আগে ৮ ম্যাচে একবারও টেস্ট জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ দল। তাই, সিরিজ জিতলে বড় একটা ইতিহাসই গড়ে ফেলবে মুশফিকুর রহিমের দল।

এর বাইরেও বড় অর্জনের হাতছানি আছে বাংলাদেশের সামনে। আর সেটা হল র‍্যাংকিংয়ে। পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ ড্র করলেই রেটিং পয়েন্ট পাঁচ বেড়ে যাবে সাকিব-মুশফিকদের।

বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারলে পাকিস্তান পয়েন্ট কমে হবে ৯৬। আর ২-০ ব্যবধানে সিরিজ জিতলে মিসবাহ-উল-হকের দলের রেটিং পয়েন্ট শুধু এক বাড়বে।

বর্তমানে ৩২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাংকিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। ৭৬ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে অষ্টম স্থানে। আর ১৮ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে আছে সবার নীচে।

(ওএস/পিএস/এপ্রিল ২৭, ২০১৫)