বিশেষ প্রতিনিধি : ছাত্র-ছাত্রীদের পাঠাভ্যাস গড়ে তোলা, পাঠ্য বই বহিঃর্ভূত জ্ঞানার্জন এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল উপজেলার নির্বাচিত ১০ টি স্কুলে স্কুল ভিত্তিক লাইব্রেরী প্রতিষ্ঠার জন্য প্রত্যেক স্কুলকে ১২৮ টি করে বই, ২ টি করে বুক শেল্ফ, ১০ করে চেয়ার এবং ২ টি করে টেবিল বিতরণ করেছে।

আজ সোমবার উপজেলার পাবলিক হলে অনুষ্ঠিত লাইব্রেরী উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহানুর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন, রিজিওনাল ফিল্ড ডিরেক্টর, গ্রেটার ময়মনসিংহ রিজিওন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হাবিবুন ফাতেমা পপি, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আইনুল ইসলাম, মোস্তফা কামাল, রিজিওনাল স্পেশালিস্ট-শিক্ষা, গ্রেটার ময়মনসিংহ রিজিওন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হান্নন মাহামুদ, সভাপতি নান্দাইল সদর প্রেসক্লাব, সুব্রত পাল এবং স্বপন ডেভিড সাহা, প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব অনিল চিসিম, এডিপি ম্যানেজার, নান্দাইল এডিপি। পরে সন্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ১০ টি স্কুলের মধ্যে বই ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন।

(এপি/অ/এপ্রিল ২৭, ২০১৫)