সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতী গ্রামে নির্মাণাধীন একটি কালভার্ট ভেঙ্গে ২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। এরা হচ্ছেন খোকশাবাড়ি গ্রামের খাদেম আলী ও আমির হোসেন। তাদেরকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, দুর্য্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের আওতায় সদর উপজেলার রামগাঁতী ঘোনাপাড়া এলাকায় ৪০ ফুট লম্বা ২৮ লক্ষ টাকা ব্যায়ে একটি কালভার্ট নির্মানের কার্যাদেশ পায় মুসা কনষ্ট্রাকশন। কিন্তু এই কনষ্ট্রাকশন কোম্পানী কাজ না করে তা বিক্রি করে দেয় শহরের ধানবান্ধী মহল্লার জনৈক মোনায়েম হোসেনের কাছে। মোনায়েম হোসেন ঠিকাদারী প্রতিষ্ঠান নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করে। সোমবার কালভার্টের ঢালাই কাজ শুরু হওয়ার পর দুপুরে আকস্মিকভাবে নির্মাণাধীন কালভার্টটি ভেঙ্গে পড়ে। এ সময় ঢালাইএর নিচে পড়ে ২ জন নির্মান শ্রমিক গুরুতর আহত হয়। পরে সেখানে উপস্থিত অন্যরা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে ঠিকাদারের প্রতিনিধির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত সিরাজগঞ্জ সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত দুইদিন পূর্বে ভূমিকম্পর কারনে সাটারিংএর নড়ে চড়ে যায়। ঠিক ঠাক করে ঢালাই করার জন্য বলা হলেও ঠিকাদাররা তা করেনি। পূর্বের অবস্থায় ঢালাই করায় ভেঙ্গে পড়েছে।

(এসএস/অ/এপ্রিল ২৭, ২০১৫)