স্টাফ রিপোর্টার : তারা পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারেনি। বাইরেও তাদের কর্মীকে দেখিনি। আমরা ভেবেছিলাম তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন। মানুষ তাদের ভোট দিচ্ছেনা জানতে পেরেই তারা নির্বাচন বর্জন করেছে।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকনের সমন্বয়ক সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের সকল অর্জন আমরা তুলে ধরেছি। ঢাকা মহানগরে অনেক দৃশ্যমান উন্নয়ন হয়েছে। অনেকগুলো ফ্লাইওভার হয়েছে। হাতিরঝিলের মতো প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ২০১৫ এর ৯০ দিন জামায়াত-শিবির আর বিএনপি মিলে যে সন্ত্রাস, তাণ্ডব চালিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন।অনেক খেটে খাওয়া কাজ করে খেতে পারেনি। মানুষ ভোট দেওয়ার সময় এগুলো বিবেচনায় নিচ্ছে।

এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ায় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

(ওএস/এএস/এপ্রিল ২৮, ২০১৫)