স্টাফ রিপোর্টার : বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জন করার ব্যাপারে ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, তারা দলীয় সিদ্ধান্তে ভোট বর্জন করেছেন।

মঙ্গলবার বেলা ১টায় রাজধানীর মিরপুরের শাহ আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরছি। মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করছেন।

এর আগে বনানী, উত্তরা এবং মিরপুরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন আনিসুল হক।

(ওএস/এএস/এপ্রিল ২৮, ২০১৫)