আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি সভাপতি রাজনাথ সিং, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা অরুণ জেটলী ও বিজেপির সাবেক সভাপতি নিতিন গাদকারি আহমেদাবাদে আজ বুধবার নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করছেন।

তারা ১৬ মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর যে পরিস্থিতি সৃষ্টি হবে তা নিয়ে দলের প্রধানমন্ত্রী প্রার্থী মোদির সঙ্গে আলোচনা করবেন।

রাজ্য বিজেপির মুখপাত্র হারসাদ পাতিল বলেন, ‘রাজনাথ, জেটলী ও গাদকারি মোদির সঙ্গে গান্ধীনগরে দেখা করতে আজ আহমেদাবাদ আসছেন।’

তিনি জানান, নেতারা মোদির সঙ্গে নির্বাচন সম্পর্কিত ইস্যুর পাশাপাশি ১৬ মে নির্বাচনের ফলাফল ঘোষিত হবার পর যে পরিস্থিতি সৃষ্টি হবে তা নিয়ে আলোচনা করবেন।

দিল্লীর সংশ্লিষ্ট সূত্র জানায়, মোদির সঙ্গে বৈঠকের প্রাক্কালে দলের ভবিষ্যত কৌশল নিয়ে রাজনাথ সিং ও নিতিন গাদকারী দিল্লীতে রাজনাথের বাসভবনে এক দীর্ঘ বৈঠক করেন। আরএসএস’র জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গেও তারা বৈঠক করেন।

এছাড়া গান্ধীনগরে মঙ্গলবার গাদকারী ও মোদির মধ্যেও একটি বৈঠক হয়।

(ওএস/এস/মে ১৪, ২০১৪)