মদন (নেত্রকোণা) প্রতিনিধি : জেলার মদন উপজেরার ফতেপুর হাটশিরা বাজার পরিচালনা কমিটির সম্মেলন মঙ্গলবার স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাবেক বাজার পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে সর্বসম্মতিক্রমে ফরিদ চৌধুরীকে সভাপতি ও গাজীউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক বাজার কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর, মদন প্রেসক্লাব সভাপতি মোতাহার আলম চৌধুরী, গোলাম পারভেজ চৌধুরী, আজমান ভূইয়া, নান্টু ভূইয়া প্রমুখ।

(এএমএ/এএস/এপ্রিল ২৮, ২০১৫)