ঢাবি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মামলার কার্যক্রম বিশেষ আদালতে স্থানান্তরেরর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বুধবার তারা এই প্রতিবাদ মিছিলটি করে।

গত সোমবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সকল কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলাগুলোতে এই কর্মসূচি ঘোষণা করে। ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মিছিল করা হয়েছে বলে জানা গেছে।

ছাত্রদল সূত্রে জানা যায়, ‘ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এজমুল হোসেন পাইলটের অনুসারি সরদার আমিরুল ইসলাম সাগরের নেতৃত্বে সকাল ৮টার দিকে কেন্দ্রীয় জামে মসজিদ গেট থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগের দিকে যায়। মিছিলটি চারুকলার সামনে আসতেই রাস্তায় পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবু সুফিয়ান, মশিউর রহমান, মোহসীন, লাহুল গালিব। শহীদুল্লাহ হলের মেহেদী হাসান, ফরহাদ হোসেন, গোলাম সারোয়ার ইমন। ফজলুল হক হলের ঝলক মিয়া, ফয়সাল, রনি, ইশতিয়াক, জাহিদুল ইসলাম। সলিমুল্লাহ মুসলিম হলের সাইয়েদ আহমেদ, সোহেল রানা। মুহসীন হলের মাহবুব মিয়া, এমএ হাকিম, জুয়েল মিয়া। জগন্নাথ হলের সজীব মজুমদার, সুপ্রিয়, সোমনাথ। কবি জসীম উদ্দিন হলের শিমুল, জনি, আনিস। সূর্যসেন হলের জিএম ফখরুল, আবু হান্নান। এফ রহমান হলের আল-আমিন গোলদার, তোফায়েল তনু, শরীফ হাসান প্রমুখ।

(ওএস/এস/মে ১৪, ২০১৪)