নিউজ ডেস্ক : স্কাইপে দিয়ে নেপালে ল্যান্ডলাইন এবং মোবাইলে ফ্রি কল করা যাবে। ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জন্য সুবিধাটি দিচ্ছে ইন্টারনেটে ভিডিও ও ভয়েস কলিং সেবা মাধ্যম স্কাইপে।

সংবাদমাধ্যমে এ বিষয়ে বলা হয়, শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নেপাল এখন লন্ডভন্ড। এ অবস্থায় সেখানে অবস্থানকারীদের সাথে যারা যোগাযোগের চেষ্টা করছে তারা স্কাইপের মাধ্যেমে তাদেরকে খুজে পেতে পারে। ক্ষতিগ্রস্ত সেসব পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ স্থাপনে সাহায্য করতে স্কাইপে নিজেদের সাধ্য অনুযায়ী এগিয়ে এসেছে। যারা এ মুহূর্তে যোগোযোগহীন অবস্থায় রয়েছে।

স্কাইপের অফিসিয়াল ব্লগের বিবৃতি অনুযায়ী নেপালে যে কোনো নাম্বারে স্কাইপে ব্যবহারকারীরা বিনামূল্যে কল করতে পারবে।

তাছাড়া নেপালের মতো জায়গায় এখন যোগাযোগের জন্য ইন্টারনেটই সবচেয়ে ভাল উপায়।
তাই মোবাইল নেটওয়ার্কসে বিঘ্ন ঘটলেও সংযোগ স্থাপনে সক্ষম হবে ইন্টারনেট।

(ওএস/এএস/এপ্রিল ২৯, ২০১৫)