গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি : গত কয়েক দিনের ভূমিকম্পে গোবিন্দগঞ্জের কোচাশহর  ছয় ঘড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫টি ভবন  ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পাঠদানে ব্যবহৃত মূল ভবনে বিশাল ফাটল দেখা দেয়ায় বিদ্যালয়ের দেয়াল ধসে পড়ার আশংকায়  শিক্ষার্থীরা শ্রেণি কক্ষের ভিতরে ক্লাস করতে সাহস পাচ্ছে না। বাধ্য হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠে খোলা আকাশের নিচে তাদের  ক্লাস নিচ্ছে।

জানা গেছে, শনিবারের ভূমিকম্পে উপজেলার কোচশহর ইউনিয়নের ছয় ঘড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাঠদান কাজে ব্যবহৃত ৫টি ভবনের ১৪টি শ্রেণি কক্ষের দেয়াল ও ছাদের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। এতে করে বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ শত শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত ভবনে ক্লাস করতে আতংক বোধ করে। ফলে বিদ্যালয় কর্তৃপক্ষ খোলা আকাশের নিচে তাদের ক্লাস নিতে বাধ্য হচ্ছে।
এ বিষয়ে ছয় ঘড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জামান বুলু জানান, বিদ্যালয়ের ভবন গুলি অনেক দিনের পুরানো। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের অনেক জায়গায় টানা তিন দিনের ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়াল ভেঙ্গে পড়বে এই ভয়ে ভবনে ক্লাসে অংশগ্রহন করতে চাচ্ছে না। বাধ্য হয়েই খোলা আকাশের নিচে তাদের ক্লাস নিতে হচ্ছে। তিনি অবিলম্বে বিদ্যালয় ভবন পুননির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে শিক্ষা মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
(এসডি/পিবি/ এপ্রিল ২৯,২০১৫)