নাটোর প্রতিনিধি : শিশুর প্রতি যে কোন ধরনের সহিংসতা শিশুর বিকাশকে বাধা গ্রস্থ করে। শিশুরা যদি সঠিকভাবে বিকশিত না হয় তবে এ জাতি মেধা শুন্য ও নেতৃত্ব শুন্য হয়ে পড়বে। তাই শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে বিশেষত:শারীরিক শাস্তি বন্ধে সচেতনতার পাশাপাশি আইন প্রণয়ণ করা দরকার। শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক অবহিতকরণ ও প্রচারনা সভার বক্তারা এসব কথা বলেন।

বুধবার নাটোর সদর উপজেলার তেবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মানবাধিকার সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে ও ন্যাশনাল ইনিসিয়েটিভ টু ইন্ড ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন প্রকল্প, সাইভ্যাক বাংলাদেশ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর সহযোগিতায় এবং সার্ক ডেভলপমেন্ট ফান্ডের অর্থায়নে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব নাদের হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মো: মশিউর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নওশাদ আলী, জেলা সমবায় অফিসার অমূল্য চন্দ্র সরকার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নফীসা বেগম, তেবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ আলী, স্থানীয় বেসরকারী সংস্থা সাথী’র নির্বাহী পরিচালক মো: শিবলী সাদিক প্রমূখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিডি’র প্রোগ্রাম ম্যানেজার এহসানুল আমিন ইমন। মূল প্রবন্ধে গত আড়াই মাসে রাজনৈতিক সহিংসতার ৪৮ জন শিশু আক্রান্ত হবার তথ্য উপস্থাপন করে বলেন আমাদের শিশুরা নিরাপদে নেই।

সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ, শিশুর প্রতি যৌন হয়রাণি ও শোষন বন্ধ, পাচার প্রতিরোধ ও শিশুর প্রতি সব ধরনের শারীরিক শাস্তি নির্মূলে ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক, সরকারী ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

(এমআর/এএস/এপ্রিল ২৯, ২০১৫)