তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বুধবার তাড়াশ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সমন্বয় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে পরিষদ রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ রায়গঞ্জ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, ভাইসচেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি। বক্তব্য রাখেন চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ খন্দকার, সাধারন সম্পাদক মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সার ডিলার সমিতির সদস্য সরদার আফছার আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু হানিফ, প্রকল্পবাস্তায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সার ডিলার সমিতির সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক রজত কুমার ঘোষ, ডিলার তাইবুর রহমান, আমীর আলী, প্রমুখ। সভায় আইন শৃংখলা, সার ডিলার মনিটনিং কমিটির নতুন সদস্য, সার বন্টন, চাহিদা বৃদ্ধি, উপজেলা জলমহাল সংক্রান্ত পুকুর লীজ ও বন্টনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় তাড়াশ উপজেলার ২০টি মসজিদ ও ৪টি মন্দিরের উন্নয়নের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের অর্থ স্থানীয় জাতীয় সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিলের অনুদানের ১০ হাজার টাকার চেক সংশ্লিষ্ঠ মসজিদ ও মন্দির কমিটির সভাপতির নিকট হস্তান্তর করেন সাংসদ আলহাজ্ব গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন।

(এমএমএইচ/এএস/এপ্রিল ২৯, ২০১৫)