স্টাফ রিপোর্টার : সঙ্গীতশিল্পী আরেফিন রুমী’র প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যায় অনন্যার পুরান ঢাকার বাসায় ডাকাতির এ ঘটনা ঘটে।

অনন্যা জানান, ডাকাতির সময় বাসায় শুধু তার বোন অংকুর ইসলাম ছিলেন। চোখ বাঁধা অবস্থায় কয়েকজন লোক ঘরে ঢুকেই অংকুরের মুখ চেপে ধরে অজ্ঞান করে ফেলে। পরে তারা একটি ল্যাপটপ, চার ভরি গয়না ও চার হাজার টাকা লুট করে নিয়ে যায়।

অংকুরকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বংশাল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

অনন্যা বলেন, জানি না কারা এর সঙ্গে জড়িত। আমার তো এখন শত্রু আছে। এলাকার কেউও করতে পারে, আবার পরিকল্পিতভাবেও কেউ এটা করাতে পারে।