নাটোর প্রতিনিধি : নাটোরের হালতি বিলে তিন বছর মেয়াদী বিল নার্সারী প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। দেশীয় রুই জাতীয় মাছ বৃদ্ধি করতে জেলা মৎস্য অধিদপ্তর এই প্রকল্প হাতে নেয়।

বৃহস্পতিবার দুপুরে হালতিবিলের মহিষডাঙ্গা আদর্শ গ্রাম সংলগ্ন গভীর উন্মুক্ত জলাশয়ে মাছের রেনু পোনা অবমুক্ত করে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান সাড়ে তিন কেজি রেনু পোনা অবমুক্ত করে বিল নার্সারী প্রকল্পের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী, সহকারী মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন, খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান প্রমুখ। এরআগে গত ২৩ এপ্রিল বৃহত্তম হালতিবিল ট্যাংকিতে একই ভাবে রেনু পোনা অবমুক্ত করা হয়।

(এমআর/এএস/এপ্রিল ৩০, ২০১৫)