মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দিয়েছে। গত রবিবারের ভূমিকম্পে ফাটল দেখা দেয়।

সরজমিনে হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ১৯৮০ সালের দিকে তৈরি ভবনটিতে প্রধান শিক্ষক সাহেবের অফিস, সহকারী প্রধান শিক্ষকের অফিস, কম্পিউটার, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ছাত্র-ছাত্রীদের কমনরুমসহ বিদ্যালয় ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া দ্বিতল ভবনের একটি দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

সহকারী প্রধান শিক্ষক মো. নোয়াবুল ইসলাম জানান, গত রবিবার ভূমিকম্পে ফাটল দেখা দেয়। সোমবার সকালে বিদ্যালয়ে এসে ভবনে ফাটল দেখে খুলনায় অবস্থানরত প্রধান শিক্ষককে বিষয়টি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেন মোবাইলে জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

(ডিসি/এএস/এপ্রিল ৩০, ২০১৫)