মাগুরা প্রতিনিধি :মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার জাগলা আঙ্গারদহ এলাকায় আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে কার্ভাড ভ্যানে চাপায় ঘটনা স্থলেই ৩ জন নিহত  হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।

নিহতরা হচ্ছেন- যশোর সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের শাহাদৎ হোসেন (৫২), হুদোরাজাপুর গ্রামের জামাল হোসেন (৫০) ও ওসমানপুর গ্রামের মকিম উদ্দিন (৬০)। আহত ৩ জনের বাড়িও যশোর সদর উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের মাগুরা সদরহাসপাতালে ভর্তি করা হয়েছে। হতা-হতরা সকলেই শ্রমিক।

মাগুরা সদর থানার এসআই তরিকুল ইসলাম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, জাগলা আঙ্গারদহ এলাকায় আজ দুপরে রাস্তার পাশে একটি কার্ভাড ভ্যান উল্টে যায়। বিকেলে রাস্তার পাশে উল্টে যাওয়া কাভার্ড ভ্যানটি তুলতে যশোর থেকে ৭ থেকে ৮ জন শ্রমিক আনা হয়। যারা কাজ শেষে রাত সাড়ে ১০ টার দিকে স্যালো ইন্জিন চালিত একটি নসিমনে চড়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ যশোর থেকে মাগুরামুখী দ্রুতগতীর অপর একটি কার্ভাড ভ্যান নসিমটিকে চাপা দেয়। এসময় শ্রমিক বোঝাই নসিমনটি কার্ভাড ভ্যানের নীচে চলে গেলে ঘটনা স্থলেই তিন শ্রমিক নিহন হন। গুরুতর আহত হন আরো ৩ শ্রমিক। পরে মাগুরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতা-হতদের উদ্ধার করে।


(ডিসি/এসসি/মে০১,২০১৫)