মুক্তাগাছা (ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের মুক্তাগাছায় র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হচ্ছে । শ্রমিক লীগ , জাতীয় শ্রমিক পার্টি, মটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন দিনটি পালন করছে। এবারের মহান মে দিবসের শ্লোগান ছিল- শ্রমিক -মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি।

দিনের কর্মসূচি শুরু হয় শুক্রবার সকাল ৯টায়। মুক্তাগাছা মটর শ্রমিক ইউনিয়নের সামনে থেকে র‌্যালির আয়োজন করে মুক্তাগাছা উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন। র‌্যালিটি মেইন রোড হয়ে শহরের মহারাজা রোড, দরিচারআনি বাজার, চৌরঙ্গীর মোড় ,টান বাজার আটানী বাজার , বড় মসজিদ রোড হয়ে মার্কেট থেকে বের হয়ে মটর শ্রমিক ইউনিয়নের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে মুক্তাগাছার এমপি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি , মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফসারী জহুরা, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ , শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান , সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান পেল্টু প্রমুখ ।
অনুরুপ কর্মসূচী পালন করে মুক্তাগাছা বিড়ি ,রাজ মিস্ত্রি,দর্জি, কুলি,হোটেলসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ।


(এমডি/এসসি/মে০১,২০১৫)