বিনোদন ডেস্ক : এবার প্রবাসেও মুক্তি পাচ্ছে জাকিয়া বারী মম অভিনীত নতুন ছবি 'ছুঁয়ে দিলে মন'। শিহাব শাহীন পরিচালিত ছবিটি যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে।

মে মাসের শেষ সপ্তাহে ছবিটি সিডনিতে মুক্তি পাবে। আরেফিন শুভ ও মম জুটির প্রথম ছবি 'ছুঁয়ে দিলে মন' ১০ এপ্রিল সারাদেশে মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনায় ছিল। চলচ্চিত্রের নতুন জুটি শুভ ও মমকে দর্শক ভালোই সাড়া দিয়েছেন।

ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন ইরেশ যাকের, মিশা সওদাগর, নওশাবা, সুষমা, আনন্দ, আলীরাজ এবং আরো অনেকে। আগামী ৯ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের `বোম্বে থিয়েটার`-এ বিকেল সাড়ে ৩টার শোতে চলবে ছবিটি।

(ওএস/অ/মে ০১, ২০১৫)