মদন (নেত্রকোণা)প্রতিনিধি:মে দিবসে নেত্রকোণার মদন উপজেলার সকল শ্রমিক সংগঠনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে উপজেলার পরিবহন শ্রমিক সংগঠনের উদ্যোগে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণ থেকে এক ব্যালি বের করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম, এ হারেছ, মদন থানার অফিসার্স ইনচার্জ এস,এম মফিজুল ইসলাম, বাস পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মাজিদুল হক মাজু, সাধারণ সম্পাদক সুরজিত বৈশ্য, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জিল খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অটো ও টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আল আমিন, শ্রমিক নেতা সৈয়দ নূরুল গনি গোলাপ, দীপক রায় প্রমূখ। আলোচনা সভা শেষে মদন শ্রমিক সংগঠনের কার্যালয়ে শ্রমিক আন্দোলনের শহীদ শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়।

(এইচবি/এসসি/মে০১,২০১৫)