আন্তর্জাতিক ডেস্ক : মহান মে দিবস উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল ডুডল তৈরি করেছে। সেখানে শ্রমিকদের কাজে ব্যবহূত বিভিন্ন উপকরণে ছবি ব্যবহার করা হয়েছে।

‘Google.com’ এ প্রবশে করলে দেখা যায় সেখানে শ্রমিকদের কাজের উপকরণ দিয়ে ‘google’ শব্দটি লেখা রয়েছে। এসব উপকরণের মধ্যে এক জোড়া গ্লাভস, পরিমাপের ফিতা, একটি রেঞ্চ, দুইটি টেপ এবং ছড়ানো ছিটানো কিছু স্ক্রু রয়েছে।

শ্রমিক দিবস অর্থাত্ মে ডে অনেক দেশেই মে মাসের ১ তারিখ পালন করা হয়। অবশ্য যুক্তরাষ্ট্র ও কানাডা এটি সেপ্টেম্বরের প্রথম সোমবার পালন করে থাকে।

সূত্র: এনডিটিভি।

(ওএস/অ/মে ০১, ২০১৫)