দিনাজপুর প্রতিনিধি:হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্র নিহতের ঘটনায় দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজ্জবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছে কোতয়ালী উপজেলা যুবলীগ।

দিনাজপুর প্রেসক্লাবের সামনে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী বিশাল এই মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন তারা। সেই সাথে হত্যার সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল আলম রিয়েল ও বহিস্কৃত ছাত্র অরুন কান্তি রায়ের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। এতে সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদ সরকার, কোতয়ালী যুবলীগ সভাপতি মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক এনামুল হক এনামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচীতে সদর উপজেলার ১০টি ইউনিয়নের যুবলীগ নেতা-কর্মীরা ছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।


(এটি/এসসি/মে০২,২০১৫)