নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় দ্বিতীয় দিনের মতো গণশুনানি চলছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজে এ গণশুনানি শুরু হয়। হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি শুনানি গ্রহণ করছেন। এর আগে গত ১২ মে কমিটি প্রথম দফা গণশুনানি গ্রহণ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা কমিটির নেতৃত্বে রয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিনদিন পর শীতলক্ষ্যা থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার।

৪ মে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছয় কোটি টাকার বিনিময়ে র‌্যাবের তিন কর্মকর্তা ওই সাতজনকে অপহরণ ও খুন করেছেন।

এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ৫ মে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সাথে ওই ঘটনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো গাফলতি আছে কি না, এটিসহ পুরো ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

একই সাথে এ ঘটনায় র‌্যাবের সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়ে বিভাগীয় তদন্ত করতে র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া এ ঘটনায় করা মামলা গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি সিআইডিকে (অপরাধ তদন্ত বিভাগ) তদন্তেরও নির্দেশ দেন হাইকোর্ট।

(ওএস/এইচআর/মে ১৫, ২০১৪)