রাঙ্গামাটি প্রতিনিধি : কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে প্রায় এক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের একটি সূত্র জানায়, কয়েকদিনের মুষলধারে বৃষ্টির কারণে বর্তমানে কাপ্তাই লেকে পানির পরিমান ৭৬.৭৫ ফুট মীন সী লেভেল। এর ফলে বুধবার পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ১৮০ মেগাওয়াট।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আবদুর রহমান জানান, লেকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আশাব্যঞ্জক বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। বর্তমানে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি জেনারেটরের মধ্যে সবগুলো সচল থাকলেও একটি বন্ধ রেখে চারটি জেনারেটর উৎপাদনে রয়েছে।

লেকে পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছিল তা আপাতত নিরসন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সামনের দিনগুলোতে বৃষ্টি হলে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ আরও বেশি হবে বলে তিনি আশা করেন।

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের অপর একটি সূত্র ১৪ মে সন্ধ্যা ৬টায় এ প্রতিনিধিকে জানান, বৃষ্টি থেমে গেলেও পাহাড়-পার্বত এলাকায় জমে থাকা বৃষ্টির পানি ঝরনাধারার মাধ্যমে কাপ্তাই লেকে অনবরত পড়ছে। যে কারণে লেকে পানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলেও সূত্র আশা করছে।

(ওএস/এইচআর/মে ১৫, ২০১৪)